381
এম চোখ ডটকম,মুজিবনগর:
মুজিবনগর উপজেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মুজিবনগর থানা পুলিশের বিশেষ মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে । শনিবার বিকেলে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদী রাসেলে নেতৃত্বে মোটরসাইকেল মহড়াটি মুজিবনগর থানা গেট থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কে মহড়া দিয়ে থানার এসে শেষ হয়। মহড়ায় অংশ নেন এস আই উত্তম কুমার, এস আই হেকমত আলী , এস আই বিপ্লব হায়দার, এস আই সজীব সহ মুজিবনগর থানার সকল এ এস আই ও কনস্টেবল গন এই মহড়ায় অংশ নেন ।