আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাংনীতে পতাকা উত্তোলন
এম চোখ ডটকম,গাংনী:
গাংনীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন, র্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।
রবিবার (২৩ জুন) সকাল সাড়ে আটটার দিকে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ডা: এ এস এম নাজমুল হক সাগর এসব আয়োজন এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা আক্তার বানু। এসময় আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৌহিদুল ইসলাম, উপজেলা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, ছাত্রলীগ নেতা সাহারুল ইসলামসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।