আ.লীগের মনোনয়নপত্র নিলেন সাবেক এমপি মকবুল
এম চোখ ডট কম, গাংনী:
আবারও আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার লক্ষ্যে দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছেন মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। আজ শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন দীর্ঘদিন ধরেই গাংনী আওয়ামী লীগের আলোচিত একটি নাম। তবে বারবার মনোনয়ন বঞ্চিত হয়েছেন আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতা। রাজনৈতিক জীবনে জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পদে নেতৃত্ব দিয়েছেন।
১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে নেতাকর্মীদের চাপে স্বতন্ত্র নির্বাচন করেন তিনি। মকবুল হোসেনের টেলিভিশন প্রতীকের পক্ষে দলীয় নেতাকর্মীরা প্রায় সকলেই ছিলেন ভোটের মাঠে। বিএনপি আর আওয়ামী লীগের প্রার্থীকে টপকিয়ে জয়ের মুকুল ছিনিয়ে আনেন মকবুল হোসেনের নেতাকর্মী আর ভোটাররা। সংসদীয় এ আসনটি শেখ হাসিনাকে উপহার দিয়ে সরকার গঠনের জোটে যুক্ত হন মকবুল হোসেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে থেকেই দলীয় এমপির মতই পার করেন মেয়াদ।
পরবর্তী জাতীয় নির্বাচন ২০০৮ সালে তিনি আবারও মনোনয়ন থেকে ছিটকে পড়েন। মনোনয়ন পান তৎকালিন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএ খালেক। তবে স্থানীয় নেতাকর্মীদের তীব্র আন্দোলনের মুখে মনোনয়ন পরিবর্তন করে আওয়ামী লীগ। মকবুল হোসেনকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ থেকে। এ নির্বাচনে বিএনপি প্রার্থী আমজাদ হোসেনের কাছে প্রায় আড়াই হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন নৌকার প্রার্থী মকবুল হোসেন।
২০১৪ সালে বিএনপি বিহীন নির্বাচনে আবারও মনোনয় পান এমএ খালেক আর মকবুল হোসেন ১৯৯৬ সালের সালের মতই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করেন। এ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এমএ খালেককে ১০ হাজার ২৮১ ভোটের ব্যাবধানে হারিয়ে বিজয়ী হন মকবুল হোসেন।
পরবর্তী নির্বাচন অর্থাৎ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও মনোনয়ন থেকে ছিটকে পড়েন মকবুল হোসেন। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী থেকে সরে আসেন। এ নির্বাচনে জয়লাভ করেন বর্তমান এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
২০১৮ সালের জাতীয় নির্বাচন থেকে বর্তমান সময় পর্যন্ত দলের সাথে রয়েছেন মকবুল হোসেন। ২০১৯ সালের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এমএ খালেককে বিজয়ী করতে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছিলেন তিনি। এ নির্বাচনের মাধ্যমে তিনি বার্তা দিয়েছিলেন দলের বাইরে আর কোন সিদ্ধান্ত নয়। কিন্তু উপজেলা ও জেলা আওয়ামী লীগের কোন পদেই তিনি আসতে পারেননি। পদ পদবী বিহীন হলেও দলের একটি অংশের নেতৃত্বে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এই জনপ্রিয় নেতা। এমনটিই জানিয়েছেন তার ঘনিষ্টজনেরা।