ইউএসএ তৈরী পিস্তল গুলিসহ গাংনীতে একজন আটক
এম চোখ ডট কম, ডেস্ক:
বিদেশী পিস্তল ও গুলিসহ মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষ্ণীনারায়ণপুর ধলা গ্রাম থেকে লাল্টু বিশ্বাস নামের একজনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার সকালে লাল্টুর নিজ বাড়িতে্ এ অভিযান চালানো হয়।
আটক লাল্টু বিশ্বাস (৪০)ধলা গ্রামের আক্কাস আলীর ছেলে।
যৌথ বাহিনী সুত্রে জানা গেছে, অস্ত্র উদ্ধারের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল লাল্টু বিশ্বাসের বাড়িতে অভিযান চালায়। অভিযানে মেড ইন ইউএসএ লেখা ১টি ৭.৬৫ এমএম পিস্তল, পিস্তলের ৩ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিনসহ লাল্টু বিশ্বাসকে আটক করে যৌথ বাহিনী। অস্ত্র আইনে মামলা দায়েরের লক্ষ্যে সকালেই লাল্টু বিশ্বাসকে অস্ত্রসহ গাংনী থানায় প্রেরণ করা হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, লাল্টু বিশ্বাসের নামে থানায় মামলা দায়ের করে গতকালই মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালতের আদেশে তাকে মেহেরপুর জেলা কারাগারের হাজতবাসে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, আটক লাল্টু বিশ্বাস কাথুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য (ইউপি মেম্বর) আজমাইন হোসনে টুটুলের ভাই। আজমাইন হোসেন টুটুল স্থানীয় বিএনপি নেতা। গত বছরের ১৭ নভেম্বর টুটুলকে নিজ বাড়ি থেকে একটি ওয়ান শুটারগান, বন্দুকের দুটি কার্তুজ, ত্রাণের কম্বল, সরকারি কৃষি প্রণোদনার বীজ, সার ও কয়েকটি সেলাই মেশিনসহ আটক করেছিল যৌথ বাহিনী। বেশ কিছুদিন হাজতবাসের পর বর্তমানে জামিনে রয়েছেন টুটুল।