ইমামগণ আদর্শবান সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে- জনপ্রশাসন প্রতিমন্ত্রী
এম চোখ ডট কম, গাংনী:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আমাদের ইমামগণ আদর্শবান সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। যেহেতু তারা নিজেদেরকে আদর্শবান মানুষ হিসেবে সমাজে জায়গা করে নেন। ঠিক সেইভাবে ভালো আচরণের মাধ্যমে সমাজের প্রতিটি মানুষকে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন। কারণ সমাজের অনেক মানুষ ইমামদের অনুসরণ করে থাকেন।
আজ শনিবার (২২ জুলাই) দুপুরে মেহেরপুর পৌর ইমাম পরিষদের উদ্যোগে সামাজিক সম্প্রীতি ও আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
মেহেরপুর পৌর ইমাম পরিষদের সভাপতি মাওলানা হাসানুজ্জামাননের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক আজিজুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা শরিফুল ইসলামসহ বিভিন্ন উলামা ও ইমামগণরা।