সোহাগ মন্ডল, এম চোখ ডট কম, মুজিবনগর:
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা অসহায় এবং আর্থিকভাবে অসচ্ছল তাদের আবাসন সুবিধা নিশ্চিত করতে পাকাবাড়ি নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার । মুজিববর্ষের উপহার হিসাবে এ বীর নিবাস মুজিবনগর উপজেলার চার ইউনিয়নে ৭টি পাকা বাড়ি বীর নিবাস নির্মাণ করা হবে। গৃহহীনদের জন্য ঘর নির্মান ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বিভিন্ন কর্মসুচীর পাশাপাশি বীর নিবাস নির্মান উন্নয়নের আরেকটি মাইল ফলক বলে মন্তব্য এলাকার মানুষের।
জানা গেছে, দারিয়াপুর ইউনিয়ন এর গৌরীনগর গ্রামের আঃ রহমান বিশ্বাসের ছেলে আঃ রশিদ, মোনাখালী ইউনিয়নের মোনাখালী গ্রামের আফিল উদ্দিনের ছেলে আঃ হামিদ, মোনাখালী ইউনিয়নের মোনাখালী গ্রামের নেয়ামত শেখের ছেলে জসীম উদ্দীন, বাগোয়ান ইউনিয়নের বাগোয়ান গ্রামের কাজী রওশন আলীর ছেলে কাজী আঃ রউফ, মহাজনপুর ইউনিয়নের বাবু পুর গ্রামের ফরজ শেখের ছেলে নুরুল ইসলাম, মহাজনপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের কলিম উদ্দিন শেখের ছেলে আজিম উদ্দিন ও মহাজনপুর ইউনিয়নের যতারপুর গ্রামের মিলন মণ্ডলের ছেলে গোলাম মন্ডল বীর নিবাসের জন্য তালিকা ভুক্ত হয়েছেন।
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা অস্বচ্ছল তারাই এসব বাড়ি বরাদ্দ পাবেন। প্রতিটি বাড়ির রং হবে জাতীয় পতাকার রং লাল-সবুজের সমন্বয়ে। এসব বাড়ির নাম হবে ‘বীর নিবাস’। প্রতিটি বাড়ির আয়তনও হবে একই সমান। দুটি বেডরুম, বারান্দাসহ একতলা বিশিষ্ট প্রতিটি বাড়িতে থাকবে আলাদা বাথরুম, টিউবওয়েল। গরু-ছাগল, হাঁস-মুরগি পালনের জন্য থাকবে পৃথক শেড ।
প্রতিটি বাড়ি হবে ৯৮০ বর্গ ফুটের। চার ডেসিমাল জমিতে ৯০০ বর্গফুট আয়তনের এক একটি ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৩ লক্ষ ৪৩ হাজার ৬ শো ১৮ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে।
প্রকল্পটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে চলতি বছর থেকে ২০২৩ সালের অক্টোবরের মধ্যে এটি বাস্তবায়ন করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বরাদ্দপ্রাপ্ত আবাসনের ব্যবহারে’ শীর্ষক কলামে উল্লেখ করা হয়েছে সুবিধাভোগীকে বরাদ্দপ্রাপ্ত বাড়িটি শুধু নিজের বাড়ি হিসাবে ব্যবহার করবেন মর্মে চুক্তিপর্বে অঙ্গীকার করতে হবে।
এ বাড়িটি কোনোভাবেই বিক্রি বা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। নির্মিত বাড়িটির মূল অবকাঠামোগত কোনো পরিবর্তন-পরিবর্ধন বা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা যাবে না। বাড়িটি সংস্কার, মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যয় বরাদ্দপ্রাপ্ত সুবিধাভোগী নিজ খরচে বহন করবেন।
এবার তৈরী হচ্ছে বীর নিবাস
280
previous post