ওদের মুখে চাঁদের হাসি
এম চোখ ডটকম,গাংনী: গাংনীর ধানখোলা হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের মুখে খুশির ঝিলিক। ওরা পেয়েছে নতুন পোশাক আর পবিত্র কোরআন মাজিদ। আজ শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ৪৭ জন শিক্ষার্থীদেরকে এ ঈদ উপহার প্রদান করেন আমিনুর রহমান মুক্তিসহ বেশ কয়েকজন স্থানীয় দানশীল ব্যাক্তি। ২০২২ সালে ধানখোলা গ্রামের মাঝের পাড়ায় এ মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি এখানে হেফ্জ খানা চালু হয়। বর্তমানে হাফেজিয়া শাখায় ৪৭ জন শিক্ষার্থী রয়েছে। কোমল মতি এসব শিক্ষার্থীরা মনোযোগ সহকারে পড়াশোনা করেন। ঈদের আনন্দ ভাগাভাগি করতে দানশীল আমিনুর রহমান মুক্তি ১০ টি শিক্ষার্থীকে উপহার হিসেবে টুপি, রেহেলসহ কোরআন মাজিদ ও আরো কয়েকজনের সহযোগীতায় নতুন পোশাক উপহার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসা সাধারণ সম্পাদক মহাবুল ইসলাম, ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকুনুজ্জামান মোকাদ্দেস, প্রতিষ্ঠান প্রধান মুফতী মাওলানা সেলিম হুসাইন, ইমাম আব্দুল মোমিন, কোষাধ্যক্ষ আব্দুল জব্বার, ধানখোলা ইউনিয়ন পরিষদ সদস্য আবু সাঈদ টোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি।