কমিটি গঠন নিয়ে গাংনী মহিলা কলেজের অধ্যক্ষের কক্ষে তালা
এম চোখ ডট কম, গাংনী:
গাংনী মহিলা ডিগ্রি কলেজের গভার্নিং বডির এডহক কমিটি গঠনের জেরে অধ্যক্ষের কক্ষে তালা দেওয়া হয়েছে। অনিয়মতান্ত্রিক পন্থায় বিএনপি নেতা জাফর আকবর সভাপতি মনোনীত হয়েছেন এমন অভিযোগে রোববার দুপুরে তালা লাগান হয়।
জানা গেছে, সম্প্রতি গভার্নিং বডির এডহক কমিটি গঠনের লক্ষ্যে বিএনপি নেতা জাফর আকবরকে সভাপতি ও বালিয়াঘাট প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহাব উদ্দীনকে বিদ্যোৎসাহী সদস্য নিয়োগ দেন জাতীয় বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। এ খবর প্রচার হলে রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিএনপি নেতা শাহাজাহান সেলিম ও সুলেরী আলভী, যুবদল নেতা জামাল উদ্দীন ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনিসহ বিএনপি নেতাকমীর্রা মহিলা কলেজে গিয়ে প্রতিবাদ জানান।
শিক্ষক সম্মেলন কক্ষে বসে তারা শিক্ষকদের কাছে প্রতিবাদ জানিয়ে কমিটি বাতিলের পক্ষে জোরালে মতামত প্রকাশ করেন। অনিয়মতান্ত্রিক পন্থায় কমিটি গঠন করা হচ্ছে বলে অভিযোগ করেন অধ্যক্ষের বিরুদ্ধে। এক পর্যায়ে অধ্যক্ষের কক্ষে তালা দেওয়া হয়। তবে অধ্যক্ষ ছুটিতে রয়েছেন বলে জানা গেছে। অধ্যক্ষ খোরশেদ আলীকে কলেজে প্রবেশের ক্ষেত্রেও হুশিয়ারী করেছেন নেতাকর্মীরা।
প্রতিবাদকারীরা জানান, জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু- এ তিন জন মিলে যাকে সভাপতি মনোনীত করবেন তাকে সভাপতি করতে হবে।
অভিযোগের বিষয়ে, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী বলেন, কমিটির বিষয়ে আমার কোন হস্তক্ষেপ নেই। বিএনপির শিক্ষকরা কয়েকজন মিলে জাফর আকবর, সাহাব উদ্দীন ও গোলাম কিবরিয়ার নাম প্রস্তাব করেন। সেমত জাতীয় বিশ^বিদ্যালয়ের নির্ধারিত ফরম পূরণ করে নাম পাঠানো হয়। নাম পাঠানো ও অনুমোদনের বিষয়ে তার সম্পৃক্ত থাকার কোন সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।