এম চোখ ডটকম, মুজিবনগর : স্বাধিনতার সূতিকাগার ঐতিহাসিক মুজিবনগর স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। আজ বুধবার মেহেরপুর জেলা বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের বর্ধিত সভায় আগমন উপলক্ষে আজ দুপুরে তারা পুস্পস্তবক অর্পণ করেছেন। এ সময় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মমতাজ খানম, সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর, খুলানা মহানগর কমিটির সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল ইমন, মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক মতিয়ার রহমান, পৌর কমিটির সভাপতি শাহিন আলী, উপজেলা সভাপতি আব্দুস সালাম, মহাসিন আলী প্রমুখ। ওই সময় স্মৃতি সৌধে স্বাধিনতা যুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবীলীগের মুজিবনগর স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ
182