কোটা আন্দোলনে শহীদের স্মরণে মেহেরপুরে গায়েবানা জানাজা
এম চোখ ডট কম, মেহেরপুর :
কোটা আন্দোলনে সারা দেশে নিহত শহীদের গায়েবানা জানাযা করা হয়েছে। শুক্রবার বিকেলে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ দোয়ার আয়োজন করা হয়। জানাযা শেষে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দো’য়া মোনাজাত করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ দো’য়া অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
ছাত্ররা জানান, আন্দোনের এক পর্যায়ে বৈসমবাদী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাদের ৯ দফা দাবি থেকে সরে এসে এক দফা দাবিতে রুপান্তরিত করে। দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ। এই দাবীর প্রেক্ষিতে বৈসমবাদী আন্দোলনরত পাশাপাশি শিক্ষক বুদ্ধিজীবী সাধারণ ছাত্র ছাত্রদের মা-বাবা সহ সকল শ্রেণী পেশার মানুষ একআত্মা ঘোষণা করেন। এবং রাজপথে নেমে আসেন। এই এক দফা দাবি আন্দোলনকে ঠেকাতে এই অবৈধ এবং ফ্যাসিবাদ হাসিনা সরকার মরিয়া হয়ে ওঠে এবং নির্বিচারে গুলি চালিয়ে শত শত মানুষকে খুন করে। আত্মত্যাগকারী সেই সকল মানুষের আত্মার মাগফেরাত কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।