গাংনীতেশিক্ষার্থীদের অংশগ্রহনে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
এম চোখ ডটকম,গাংনী:
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গাংনীতে শিক্ষার্থীদের অংশগ্রহনে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা প্রশাসন আয়েজিত দুই ক্যাটাগরিতে কুইজ প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে প্রথমস্থান অধিকারী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী মুমতারিন ইসলাম তমা। জুনিয়র গ্রুপে প্রথমস্থান অধিকারী বাশঁবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী মাশরাফি আলী মুগ্ধ। রচনা প্রতিযোগীতায় প্রথমস্থান অধিকারী জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী কবিতা খাতুন। প্রতিযোগীয় অংশগ্রহনকারীদের উপস্থিতিতেই ফলাফল ঘোষনা করে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোত্তালিব আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।