গাংনীতে অবৈধভাবে সার মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা
এম চোখ ডট কম, গাংনী: গাংনীতে অবৈধভাবে সার মজুদের দায়ে করমদী গ্রামের দিঘীরপাড়ার বিসমিল্লাহ ট্রেডার্সে স্বত্বাধিকারী আশরাফ আলীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সরকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এ দন্ড প্রদান করেন।
এ সময় জব্দ করা হয়েছে ৯০ বস্তা ইউরিয়া ও ২৯ বস্তা ডিএপি সার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারের অনুমোদিত বিসিআইসি ডিলার না হওয়া সত্ত্বেও নিজ গোডাউনে সার মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা কমিটির সমন্বয়ক মুজাহিদুলে ইসলামের নেতৃত্বে ছাত্ররা বুধবার গুদাম অনুসন্ধান করে সারের সন্ধান পায়। এসময় সেনাসদস্যরা উপস্থিত হন সেখানে। প্রশাসনের নির্দেশে ৯০ বস্তা ইউরিয়া ও ২৯ বস্তা ডিএপি সার জব্দ করে স্থানীয়ভাবে হেফাজতে দেওয়া হয়। পরে বৃহস্পিতিবার ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে ২০০৬ সালের ৮ (১) ধারায় মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স স্বত্বাধিকারী আশরাফ আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।