273
- মীর শামীম:: গাংনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষ্যে গাংনী উপজেলা আওয়ামী লীগের আয়োজেনে বর্ণঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃস্হপতিবার (১৭)মার্চ বিকেলে গাংনী উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে উক্ত র্যালির আয়োজন করা হয়।
- স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি গাংনী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পবক অর্পন করেন। পরে গাংনী বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।র্যালি সমাবেশে অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরউজ্জামান মাষ্টার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বামুন্দি ইউপি চেয়ারম্যান ও বামুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান কমল, পৌর আওয়ামী লীগের সভাপতি সানুয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, ধানখোলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক আবুল বাশার সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।