গাংনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
এম চোখ ডটকম,গাংনী: “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যে গাংনীতে আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০ টায় গাংনী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহড়ের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে ফিরে শেষ হয়।
পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্যে অতিথিরা বলেন, পূর্বাভাস ও পূর্ব প্রস্তুতির কারণে বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা গেলেও প্রতিনিয়ত চরিত্র বদলাচ্ছে দুর্যোগের। এ ছাড়া নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে ভূমিকম্প, বজ্রপাত ও মানবসৃষ্ট দুর্যোগ। দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত জনবল কাঠামো গঠনের পাশাপাশি স্মার্ট প্রযুক্তি ব্যবহারে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।