গাংনীতে ঈদুল আযহার প্রস্তুতি সভা ও মাসিক চোরাচালান প্রতিরোধ কমিটির সভা
এম চোখ ডটকম,গাংনী: গাংনীতে পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা , মাসিক চোরাচালান প্রতিরোধ ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা সভাপক্ষে এ দুটি সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে দুটি সভায় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকসহ ইউপি চেয়ারম্যান ও উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পবিত্র ঈদুল আযহার জবাইকৃত পশুর রক্ত ও বৈজ্য যাতে দুর্গন্ধ না ছড়ায় ও যত্র তত্র যাতে পশু জবাই না করা হয় সেদিকে পৌর মেয়রসহ ইউপি চেয়ারম্যানদেরকে অবহিত করা হয়। সেই সাথে সিমান্তে চোরাচালান বন্দে ও চামড়া পাচার না হয় সেদিকে বিজিবিসহ অন্যান্য আইন প্রয়োগকারী সদস্যদেরকে অবহিত করা হয়।