39
গাংনীতে ঈদুল ফিতরের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
এম চোখ ডটকম,গাংনী:
শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবস উদযাপনে নানা কর্মসুচী গ্রহণ করেছে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন। আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় আইন শৃংখলা কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
ঈদ যাত্রায় সড়কগুলোতে পুলিশি টহল জোরদার, অভিযান বৃদ্ধি, অবৈধ মোটরসাইকেল আটকসহ আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও কয়েকটি কার্যক্রম গ্রহণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ও গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা।