271
এম চোখ ডটকম, গাংনীঃ মেহেরপুরের গাংনীতে এককালিন সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১ঃ৩০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উক্ত চেক বিতরণ করা হয়। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ক্যান্সার কিডনী সমস্যাসহ বেশ কয়েক রকম জটিল রোগীদের ৫০ হাজার টাকা করে ৩১ জনের মাঝে চেক বিতরণ করেন । অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সরকারি বিভন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ আওয়ামী লীগ ও দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
“Mir Shamim MC“