গাংনীতে এক প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ছাত্রছাত্রীদের বিক্ষোভ
এম চোখ ডটকম,গাংনী:
গাংনী উপজেলার বিটিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনামুল হকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রছাত্রীরা। আজ বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে আন্দোলনকারীরা।
ছাত্রছাত্রীদের অভিযোগ, প্রধান শিক্ষক ইনামুল হক দুর্নীতির মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে ছাত্রীদের অনেক ব্যক্তিগত অভিযোগ রয়েছে। এমন প্রধান শিক্ষক থাকলে ছাত্রছাত্রীরা নিরাপদ নয় দাবি করে অনতিবিলম্বে তার পদত্যাগের দাবি জানায় ছাত্রছাত্ররা।
এদিকে গেল দিন এ আন্দোলন চলমান থাকায় বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন প্রধান শিক্ষক এনামুল হক।
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতির দায়িত্বে থাকা গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ছাত্রছাত্রীদের শান্ত থাকার আহবান জানিয়ে বলেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ে যাচ্ছে না। তাছাড়া দুর্নীতির অভিযোগের তদন্তের পর তার এমপিও স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তবে প্রধান শিক্ষকের পদে কে থাকবে তা অধিদপ্তর থেকে কিছুই বলা হয়নি। এ বিষয়ে সব শিক্ষকদের নিয়ে বৈঠকক করেছি। অধিদপ্তরের সিদ্ধান্তের পর প্রধান শিক্ষকের পদ নিয়ে সিদ্ধান্ত হবে। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধর্য ধরে লেখাপাড়ার পরিবেশ বজায় রাখতে হবে।