গাংনীতে কৃষক-কৃষণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
এম চোখ ডটকম,গাংনী; গাংনীতে ২০২৩-২০২৪ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্ঠি বাগান স্থাপনা প্রকল্পের অধিনে ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ মঙ্গলবার (৩ অক্টোবার থেকে ৪ অক্টোবার) সকালে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন এর সভাপতিত্বে ও গাংনী কৃষি স¤প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ এর সঞ্চালনায় প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিজয় কৃষ্ণ হালদার।
কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণে প্রশিক্ষক সামসুল আলম। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কর্মকর্তা সেলিম রেজা। উক্ত প্রশিক্ষণে ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি শেষে আমের, পেয়ারার,মাল্টার,লিচুরচারা এবং শাক-সবজির বীজসহ বসত বাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্ঠি বাগান তৈরির জন্য উৎসাহিত করা হয়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পারিবারিক পুষ্ঠি বাগান স্থাপনা প্রকল্পের পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে ৩০ জন কৃষক/কৃষাণীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়।