এম চোখ ডটকম,গাংনী: গাংনী উপজেলা কৃষক লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও পূষ্পাঘ অপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০ টায় গাংনী কাথূলী মোড়ে উপজেলা কৃষক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষকলীগ গাংনী উপজেলা শাখার সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা কৃষক লীগের লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। এসময় গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, উপজেলা কৃষকলীগের সহ সভাপতি ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের নেতা জামিরুল ইসলাম টিক্কাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গাংনীতে কৃষক লীগের উদ্যোগে বিজয় দিবস পালিত
202
previous post