গাংনীতে গাঁজাসহ দুই পাচারকারী আটক
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী শহর থেকে দুই মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ কেজি গাঁজা। রোববার দুপুরে গাংনীস্থ র্যাব ক্যাম্পের একটি টিম এ অভিযান চালায়। র্যাবের দাবী এরা চিহ্নিত মাদক পাচারকারী।
আটকরা হচ্ছে- গাংনীর নওপাড়া গ্রামের মৃত আজিম বক্সের ছেলে ইন্তাদুল ইসলাম(৪০) ও সাহারবাটি গ্রামের রুস্তুম আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৭)। আটক দুজনকে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি ইনামুল হক জানান, ইন্তাদুল ইসলাম ও আনোয়ার হোসেন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদকের কারবার করছিল। এরা মাদক নিয়ে গাংনী শহরের উত্তর পাড়ার আরাফ এন্টারপ্রাইজের সামনের রাস্তায় অবস্থান করছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় তাদের কাছে গাঁজা পাওয়া গেলে আটক করা হয়।