গাংনীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
এম চোখ ডটকম,গাংনী:: গাংনীর বেতবাড়িয়া গ্রাম থেকে পারেছা খাতুন (৪০) নামের এক নারীকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) রাত সাড়ে আটটার দিকে তার নিজ বাড়ি থেকে গাংনী থানা পুলিশের একটি টীম আটক করে। তার কাছ থেকে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পারেছা খাতুনের স্বামীর নাম মিন্টু বিশ্বাস। পুলিশের দাবী, পারেছা খাতুন মাদক কারবারী। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পারেছা খাতুন নিজ বাড়িতে মাদক বিক্রি করছে মর্মে এসআই আবুল কালাম আজাদ ও সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এসময় তার কাছ থেকে গাঁজা পাওয়া গেলে তাকে গ্রেফতার করে থানায় নেয়া হয়। পরে পারেছা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।