গাংনীতে চাষিদের মাঝে বীজ ও সার বিতরণ
এম চোখ ডটকম, গাংনী :
আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুরের গাংনী উপজেলার ১১ শ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। খরিপ-২ মৌসুমে সরকারি প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন চাষিদের মাঝে বিনামূল্যে এ সহযোগিতা দেওয়া হয়।
আজ বুধবার দুপুরে ইউএনও সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে সার ও বীজ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, ভাইস চেয়ারম্যান ফারুক হাসান, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার রাসেল রানা ও গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা।
অনুষ্ঠানে একহাজার একশ’ কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে ধান বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে প্রদান করা হয়।