গাংনীতে চাষীদের মাঝে তুলা চাষের উপকরণ বিতরণ
এম চোখ ডটকম,গাংনী:
মানসম্মত তুলা আবাদের জন্য মেহেরপুরে তুলা চাষীদের মাঝে বিনামুল্যে সরকারি উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে চাষীদের হাতে তুলা বীজ ও সার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিজয় কৃষ্ণ হালদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। বক্তব্য রাখেন তুল্লা উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা অঞ্চলের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশিষ, কুষ্টিয়া জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা শেখ আল মামুন, গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, ভাইস চেয়ারম্যান ফারুক হাসান ও চুয়াডাঙ্গা অঞ্চলের তুলা উন্নয়ন কর্মকর্তা এস এম ইজাজুল ইসলাম।
সরকারি প্রণোদনা কর্মসুচীর আওতায় এ মৌসূমে তুলা চাষের জন্য গাংনী ইউনিটের ৩৭৫ জন চাষীকে বীজ, সার ও কীটনাশক দেওয়া হয়।
এর আগে ধানখোলা ইউনিটে একই প্রণোদনা কর্মসুচীর আওতায় ৭৫০জন কৃষকের মাঝে সুষ্ঠ সুন্দরভাবে উপকরণ বিরতণ সম্পন্ন হয়।