গাংনীতে ছাত্রলীগের মানব বন্ধন
এম চোখ ডট কম, গাংনী:
বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবীতে মানব বন্ধন করেছে মেহেরপুরের গাংনী সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগ। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারের পাদদেশে এ মানব বন্ধনে নের্তৃত্ব দেন গাংনী সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের নির্দেশনায় বুয়েটকে মৌলবাদী গোষ্ঠির কালো ছায়া থেকে মুক্ত করে রাজনীতির দাবীতে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, গাংনী পৌর ছাত্রলীগ সভাপতি ডালিম রানা, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মোহনসহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নের্তৃবৃন্দ।