এম চোখ ডটকম, গাংনী : গাংনীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গাংনী সরকারী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় কন্যা শিশু এডভোকেসী ফোরামের মেহেরপুর জেলা সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নাসিরুদ্দিন, সহকারী শিক্ষা অফিসার আলাউদ্দীন, গাংনী সরকারী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতিয়ার রহমান, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, দৈনিক লাখোকন্ঠের জেলা প্রতিনিধি রফিকুল আলম বকুল, করমদি ডিগ্রী কলেজের এএসএস আবু সায়েম পল্টু।
দি হাঙ্গার প্রজেক্টের গাংনী এরিয়ার সমন্বয়কারী হেলাল উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে প্রীতম সাহা বলেন, নারীকে স্বাবলম্বী হতে হবে, দেশের জন্য ভাল কাজ করতে হবে। জাতীয় কন্যা দিবসের তাৎপর্য ও গুরুত্ব উল্লেখ করেন। কন্যা শিশু দিবসে তাদের বঞ্চনা ও অধিকার সম্পর্কে আলোচনা করেন। নারীদের সফলতার কথা বলতে গিয়ে মেহেরপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার উভয়ই নারী উল্লেখ করে শিক্ষার্থীদের পড়াশুনা ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার আহবান জনান। বেগম রোকেয়াসহ সমাজের প্রতিষ্ঠিত নারীদের কথা উল্লেখ করেন। কন্যা শিশুদের সকল প্রতিকুলতাকে জয় করে সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত হওয়ার আহবান জানান।
গাংনীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
30
গাংনীতে জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত