গাংনীতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
এম চোখ ডটকম, গাংনী :
ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভু্যত্থানের শক্তি নাগরিক, আহত ও শহিদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে গাংনী উপজেলা সভা কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাংনীর সংগঠক আমির হামজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অ্যাড: সাকিল আহমাদ।
মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা সদস্য সচিব মুজাহিদ আল মুন্না, যুগ্ম সম্পাদক নাহিদ আহমেদ, যুগ্ম সদস্য সচিব সাদ্দাম হোসেন জীবন, সাজেদুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, করমদি কলেজের প্রভাষক আবু সায়েম পল্টু, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, গাংনী পেস ক্লাবের সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজা, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী কানন ও আক্তারুজ্জামান প্রমুখ।