গাংনীতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা
এম চোখ ডটকম,গাংনী:
গাংনীতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর.এম. ও ডা. মারুফ হোসেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা- কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ১২ ডিসেম্বর দিনব্যাপী উপজেলার ২১৬ টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল প্রদান করা হবে।