এম চোখ ডটকম,গাংনী: মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে গাংনী উপজেলা মৎস্য দপ্তর। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য অফিসার সাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মৎস্য উৎপাদন বিপনন ও দেশীয় মাছ রক্ষায় কিকি করণীয় তা নিয়ে আলোচনা করা হয়েছে। অনুষ্ঠানে মৎস্য চাষ ও খাল বিল দখল করে দেশীয় মাছ বিলুপ্ত হচ্ছে বলে জানিয়েছেন মত বিনিময় সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, মাজেদুল হক মানিক, মীর শামীম প্রমূখ।