এম চোখ ডট কম, গাংনী : মেহেরপুরের গাংনীর করমদি গ্রামে রঙ্গিলা খাতুন (৪৫) নামের এক নারীকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার জামাতা বাদশা মিয়া। বাদশার নির্যাতন থেকে মেয়ে রিমি খাতুনকে বাচাতে গেলে এই নির্মম হত্যার শিকার হন তিনি। রঙ্গিলা খাতুন করমদি গ্রামের কৃষক শওকত আলীর স্ত্রী। আহত অবস্থায় রিমিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে এগারটার দিকে রঙ্গিলার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানা গেছে, করমদি গ্রামের শিকদারপাড়ার রবিউল ইসলামের ছেলে বাদশা খান একই গ্রামে শ্বশুরবাড়িতে স্বপরিবারে বসবাস করে। ঘটনার সময় তার অন্ত:স্বত্বা স্ত্রী রিমি খাতুনকে মারধর করছিল বাদশা। বেধড়ক মারপিটের একপর্যায়ে রিমির মা রঙ্গিলা খাতুন তাকে বাঁচাতে এগিয়ে যায়। এ সময় ধারালো দেশীয় অস্ত্র (হাসুয়া) দিয়ে শাশুড়ির উপরে আক্রমণ করে বাদশা। উপর্যপুরী কোপানোর ফলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে রঙ্গিলা খাতুন। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে আসলে বাদশা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় রিমিকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, মরদহ উদ্ধারের পাশাপাশি ঘাতক বাদশাকে আটকের চেষ্টা চলছে।
গাংনীতে জামাতার হাতে শাশুড়ী খুন
370
previous post