গাংনীতে টাস্কফোর্স কমিটির তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত
এম চোখ ডটকম, গাংনী : গাংনীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ জুন) মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় তামাক বিরোধী মূলপ্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ফারুক হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন, সমাজসেবা অফিসার আরশেদ আলী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে তেঁতুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, বামন্দী ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল, ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, তামাক বিরোধী জোট প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা, গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দীন শাওনসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।