গাংনীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে যুব কাবাডি অনুষ্ঠিত
এম চোখ ডটকম,গাংনী:
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গাংনীতে অনুর্ধ-১৮ (বালক ও বালিকা) যুব কাবাডি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহষ্পতিবার বিকেলে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
বালক দলের খেলায় জোড়পুকুরিয়া বনাম মানিকদিয়া এগারো পাড়া আলিম মাদ্রাসা দলের খেলা অনুষ্ঠিত হয়। ৩২ পয়েন্ট পেয়ে জোড়পুকুরিয়া একাদশ বিজয়ী হয়। বালিকা দলে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় বনাম জেটিএস মাধ্যমিক বিদ্যালয় খেলা হয়। ৩১ পয়েন্ট পেয়ে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়।
গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত এ খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, প্রাণী সম্পদ কর্মকর্তা মোত্তলিব আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা আইসিটি অফিসার আব্দুর রকিব, বিআরডিবি প্রকল্প কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মুজাহিদুল ইসলাম।
উভয় দলের খেলা পরিচালনা করেন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল হান্নান ও মানিকদিয়া এগারোপাড়া আলীম মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আব্দুল মাবুদ।