গাংনীতে দিনে দুপুরে দুঘর্ষ চুরি ।। তালা ভেঙ্গে নিয়ে গেল গয়না ও নগদ টাকা
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনীতে চুরি, ছিনতাই আর ডাকাতি যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গতকাল ভোরে সড়কে গণডাকাতির পর দিনেদুপুরে চৌগাছার একটি বাড়িতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় ৮ ভরি সোনার গয়না ও নগদ আড়াই লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১ টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী সুত্রে জানা গেছে, গাংনী পৌরসভারধীন চৌগাছা গ্রামের পশ্চিম পাড়ার কৃষক আমিরুদ্দীন ও তার স্ত্রী জরুরী প্রয়োজনে বাড়ির বাইরে অবস্থান করছিলেন। তার ছেলেরা চাকুরী ও বিদেশ থাকেন। এতে বাড়িতে কোন লোকজন না থাকার সুযোগ কাজে লাগায় চোর। বাড়ির চারপাশ ঘেরা উঁচু প্রাচির টপকে ভেতরে প্রবেশ করে। এসয় মেইন দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে চোরেরা। ঘরের মধ্যে থাকা আলমারির তালা ভেঙ্গে ফেলা হয়। একটি মাস্টার চাবি দিয়ে আলমারির তালা খোলে। যা পরবর্তীতে ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন বাড়ির মালিক।
চোরের আলমারি খোলার পর ওয়ারড্রপ ও বাক্স ভেঙ্গে ফেলে। সেখান থেকে ৮ ভরি ওজনের সোনার বিভিন্ন প্রকার গয়না এবং নগদ ২ লাখ ৫২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগীদের ধারণা, বাড়িতে মূলত আমিরুদ্দীন ও তার স্ত্রী বসবাস করেন। বাড়ি ফাঁকা হলে তারা চুরি করবে এমন প্লান হয়তো অনেক দিন থেকেই করে আসছে। তা না হলে দিনেদুপুরে এমন দুধর্ষ চুরি করা সম্ভব নয়। বাড়ির লোকজনের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত হয়েই তারা এ চুরি করেছে। দ্রæত তাদের চিহ্নিত করে গ্রেফতার এবং চুরির মালামাল উদ্ধারের পুলিশের প্রতি দাবি করেন তারা। শনিবার রাতে এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কে ডাকাতি, ছিনতাই এবং বাসা বাড়িতে চুরিসহ শহরের মোটরসাইকেল চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। তাই দ্রæত এদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে না পারলে এ ধরনের ঘটনা আরও বৃদ্ধি পাবে।