গাংনীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি সভা
এম চোখ ডটকম,গাংনী:
গাংনীর উপজেলা কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন গাংনীর নবাগত উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা । বৃহস্পতিবার (২৬ অক্টোবার) বিকাল চার ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করেন গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা,সাধারণ সম্পাদক মাহাবুব আলম,সাবেক সভাপতি রমজান আলী, আরটিভি জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিক, দৈনিক লাখোকন্ঠের জেলা প্রতিনিধি রফিকুল আলম বকুল সহ গাংনী উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাবাদিকবৃন্দ ।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে নবাগত নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করে বলেন গাংনীর উন্নয়নে ও স্মার্ট গাংনী গড়তে সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাÐে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি গাংনী উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। তিনি গাংনীর উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।