গাংনীতে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত
এম চোখ ডট কম, গাংনী:
নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনীতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিনের কর্মসুচীর মধ্যে ছিল জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা, শোক শোভাযাত্রা, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজ।
সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। পরে গাংনী থানর ওসি আব্দুর রাজ্জাক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফিকুল আলম, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন, গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকসহ সরকারি বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এর পরে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক কর্মসুচী পালন করা হয়। সকাল সাড়ে আটটায় গাংনী বাস স্ট্যান্ড পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন তার কর্মসুচীর উদ্বোধন করেন। পরে একটি শোক শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও দোআ মোনাজাত করা হয়।
বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মুকুলের উদ্যোগে শহরের প্রধান সড়কে শোক শোভাযাত্রা শেষে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে আলোচনা সভা ও দোআ মাহফিলে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোআ মোনাজাত করা হয়।
সকাল নয়টার দিকে সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান সিপুর উত্তরপাড়াস্থ রাজনৈতিক কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয়। এসময় শোক শোভাযাত্রা, আলোচনা সভা ও জাতির জনক এবং তার পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোআ মোনাজাত করা হয়।
বিকেল চারটার দিকে গাংনী শহরের প্রধান সড়কে শোক শোভাযাত্রা করে স্বেচ্ছাসেবক লীগ। স্বেচ্ছাসেবক লীগের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক এ কর্মসুচীতে অংশ নেন। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও দে’াআ মাহফিল অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে দশটার দিকে বামন্দীতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. রাশেদুল ইসলাম জুয়েলের উদ্যোগে পতাকা উত্তোলন, শোক শোভাযাত্রা, আলোচনা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়।
সকালে বঙ্গবন্ধু পরিষদের উদ্যেগে আলোচনা সভা, পুষ্পার্ঘ অর্পণ ও দোআ মোনাজাত করা হয়।
এছাড়াও দলীয় কর্মসুচীর অংশ হিসেবে গাংনীর উপজেলার বিভিন্ন এলাকায় নানা কর্মসুচী বাস্তবায়ন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পালিত হয় জাতীয় শোক দিবস।