গাংনীতে পঞ্চায়োর্ধ নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের
এম চোখ ডট কম, গাংনী:
গাংনীতে পঞ্চায়োর্ধ এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মহাবুল হক (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী নারী সুবিচার চেয়ে মেহেরপুর আদালতে একটি মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী সুত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর মেহেরপুরে গাংনী উপজেলার জালশুকা গ্রামে নিজ বাড়ির ঘরে অবস্থান করছিলেন ওই নারী। এসময় বাড়িতে অন্য কেউ উপস্থিত ছিলেন না। তার দিনমজুর স্বামী গিয়েছিলেন কাজে আর ছেলে প্রবাসে। ফলে বেশিরভাগ সময় ওই নারী একই বাড়িতে অবস্থান করেন। এ সুযোগে তার ঘরের মধ্যে প্রবেশ করে মহাবুল। আকস্মিক মহাবুলকে দেখে বিব্রতবোধ করে তাকে চলে যেতে বলেন। তবে সুযোগ সন্ধানী মহাবুল তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে ওই নারী চিৎকার দিলে মহাবুল তাকে মারধর শুরু করে। চিৎকার শুনে গ্রামের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় মহাবুল। পালিয়ে যাওয়ার সময় মহাবুলের পরনের লুঙ্গি এবং একটি মোবাইল ফোন ফেলে যায়। গ্রামের লোকজন উপস্থিত হয়ে ওই নারীকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা নেওয়ার পর তিনি পরবর্তীতে মেহেরপুরের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।
জানা গেছে, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে গাংনী থানাকে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত মহাবুলের কোন বক্তব্য পাওয়া যায়নি।