গাংনীতে পহেলা বৈশাখ উৎযাপনের প্রস্তুতি সভা
মেহেরপুরের চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনীতে প্রহলা বৈশাখ উৎযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন। বৃহষ্পতিবার দুপুরেউপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
সভায় ১৪৩১ বাংলা শুভ নববর্ষ উৎযাপনের বিষয়ে বিস্তর আলোচনা করা হয়। ওই দিন সকাল ৮ টায় মঙ্গল শোভাযাত্রা, সকাল সাড়ে আটটায় জাতীয় সংগীতের মাধ্যমে উপজেলা চত্ত¡রে বর্ষবরণ করা হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদে বর্ষবরণ উৎসব পালনের জন্য অনুরোধ জানানো হয়। বর্ষবরণ ও ঈদ উল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সেজন্য থানা অফিসার ইনচার্জ কে বিশেষ অনুরোধ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ঐতিহ্যবাহী লাঠিখেলার আয়োজন করা হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানে গাংনী পৌর মেয়র আহমেদ আলী, বিশিষ্ট কথা সাহিত্যেকি রফিকুর রশিদ রিজভী, সাংস্কৃতিক সংগঠক মুরাদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহমেদ, কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা, তেতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, বামুন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল, ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান ও গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজাসহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।