27
উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটবীজ চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাট অধিদপ্তরের সহকারি প্রকল্প পরিচালক কামাল উদ্দিন। উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চাষিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আ ক ম হারুন অর রশীদ। উপজেলার বিভিন্ন গ্রামের ৭৫ জন চাষী এ প্রশিক্ষণে অংশ নেন।