গাংনীতে পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
এম চোখ ডটকম, গাংনী :
উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় মেহেরপুরের গাংনীতে পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জাহাঙ্গীর আলম।
গাংনী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজিত এ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথী উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট বীজ চাষ ও পাট পচানোর বিষয়ে চাষীদেরকে অবগত করেন। এছাড়াও চাষিদের নানা সমস্যার কথা শুনে তার প্রয়োজনীয় পরামর্শ দেন। এসময় মেহেরপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এএকএম হারুনর রশীদ, গাংনী উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মেহেদী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন গ্রামের ৬০ জন পাটচাষী অংশগ্রহন করেন।