গাংনীতে প্রস্ফুটন এর ইফতার মাহফিল ।। ভাতৃত্ববোধে এগিয়ে যাচ্ছে ওরা
এম চোখ ডট কম, গাংনী:
“শিক্ষা ও ঐক্যে আনি আঞ্চলিক মুক্তি” মূলমন্ত্রকে ধারণ করে গাংনী উপজেলার ছাত্রছাত্রীদেরকে ভাতৃত্ববোধে এগিয়ে নিচ্ছে প্রস্ফুটন নামের একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন। শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ভর্তির প্রস্তুতিসহ নানাভাবে সহযোগিতা করে এক অনন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন এ সংগঠনের অগ্রগামী ছাত্রছাত্রী ও পেশাগত জীবনে সফল সাবেক ছাত্রছাত্রীরা। পাশাপাশি নিজেদের পকেটের খরচের টাকা বাচিয়ে এলাকার মানুষের নানাভাবে অসহযোগিতা দিয়ে সংগঠনটি এক আস্থার জায়গা করে নিয়েছে মানুষের হৃদয়ে। ভবিষ্যতে তাদের কার্যক্রম আরও প্রসারিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। শনিবার বিকেলে বামন্দী-নিশিপুর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে প্রস্ফুটন এর ইফতার মাহফিলে এমনই প্রতিক্রিয়া উঠে আসে বিভিন্ন বক্তার কাছ থেকে।
ইফতার মাহফিল পূর্ব আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রস্ফুটন সভাপতি শাহরিয়ার আকিব। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ঢাবি)।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিতি ছিলেন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মন্ডলীর মধ্যে গোলাম জাকারিয়া আনন্দ, সালমান সাইফ, হাসানুজ্জামান, সায়েম, লিংকন, বোরহান কবির খোকন, মুশফিকা তনু প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন ইঞ্জিনিয়ার আবদুল হাই।
২০১৩ সালে গাংনী উপজেলাধীন চারটি ইউনিয়নের (বামুন্দী, মটমুড়া কাজিপুর ও তেতুলবাড়িয়া) ছাত্রছাত্রীদের নিয়ে এ সংগঠনের যুগান্তকারী কার্যক্রম শুরু হয়।
যাত্রা শুরুর পর থেকেই সংগঠনটি এলাকাভিত্তিক বিভিন্ন সমাজসেবামুলক ও শিক্ষানবিশ কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিবছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান, এবং উচ্চশিক্ষা অর্জনের পথকে সুগম করতে প্রতিটি শিক্ষার্থীর পাশে থাকতে প্রস্ফুটন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান সংগঠনটির পরিচালনা পর্ষদ। এছাড়াও বৃক্ষরোপণ, মুমূর্ষু রোগীদের জন্য রক্ত সংগ্রহ ও আর্থিক সহায়তা প্রদান, দু:স্থ ও অসহায় শ্রেনীর মাঝে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে খাদ্যসামগ্রী বিতরণের মতো কার্যক্রম অত্র এলকার শিক্ষার্থীমহল ও জনমানুষের কাছে প্রস্ফুটন একটি আদর্শ সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে।