81
গাংনীতে ফেনসিডিলসহ পাচারকারী আটক
এম চোখ ডটকম,গাংনী:
তানিয়া আক্তার(৩০) নামের এক নারীকে আটক করেছে র্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪০ বোতল ফেনসিডিল। বুধবার সন্ধ্যার দিকে মেহেরপুর- গাংনী সড়কের কালিগাংনী নামক স্থান থেকে তাকে আটক করা হয়। র্যাবের দাবী ওই নারী একজন চিহ্নিত মাদক পাচারকারী। তাকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ গাংনী ক্যাম্প কমাÐার এএসপি মনিরুজ্জামান জানান, একজন নারী কিছু মাদক নিয়ে গাংনীর দিকে আসছে মর্মে র্যাবের একটি টীম কালিগাংনী নামক স্থানে অবস্থান নেয়। মাদকপাচারকারী ওই নারীর কাছে থাকা ব্যাগ তল্লাশী চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল পাওয়া গেলে তাকে আটক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।