এম চোখ ডটকম :সাব্বির হোসেন (২০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। শুক্রবার মধ্যরাতে তাকে মেহেরপুরের গাংনীর জোড়পুকুরিয়া বাজার থেকে র্যাব-৬ গাংনী ক্যাম্পের একটি টীম তাকে আটক করে। তার কাছ থেকে জব্দ করা হয় ৫৩ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল ফোন।
সাব্বির হোসেন গাংনীর রামদেব পুরের ই¯্রাফিল হোসেনের ছেলে। গতকাল শনিবার তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, জোড়পুকুর বাজারে ফেনসিডিল বেচা কেনা চলছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। এসময় ৫৩ বোতল ফেনসিডিলসহ সাব্বিার নামের একজনকে আটক করে।
আজ শনিবার মামলাসহ তাকে গাংনী থানায় সোপর্দ করে। সাব্বিরকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গাংনীতে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
previous post