গাংনীতে ফ্রি ডায়াবেটিস মেডিকেল ক্যাম্প আয়োজন
এম চোখ ডট কম, গাংনী :
মেহেরপুর গাংনীতে ফ্রি ডায়াবেটিসক মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ১৪ নভেম্বর বিশ^ ডায়াবেটিস দিবস উপলক্ষে গাংনী কাথুলী মোড়ে অবস্থিত ডক্টরস পয়েন্টে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। এখানে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা দিবেন। আগ্রহী রোগীদেরকে মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে রেজিস্ট্রেশন করতে হবে।
ডক্টরস পয়েন্ট সুত্রে জানা গেছে, ডক্টরস পয়েন্ট ডায়াবেটিস রিসার্চ সেন্টারের উদ্যোগে এলাকার রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। ডাঃ এম সজিব উদ্দীন স্বাধীন, ডাঃ আদিলা আজহার আরশি ও ডাঃ শোভন মল্লিক ফ্রি ক্যাম্পেইনে রোগী দেখবেন। ডাঃ সজিব উদ্দীন স্বাধীনের তত্ত্বাবধানে গাংনীতে আধুনিক মানের সেবা দেওয়ার লক্ষ্যে ডায়াবেটিস নিয়ে গবেষণা হয়ে আসছে।
রেজিস্ট্রেশন করতে নাম, বয়স ও গ্রাম লিখে ০১৭২১-৫৬১২৬৩ অথবা ০১৩১১-৮৬১১১৩ নম্বরে এসএমএস করতে হবে।