গাংনীতে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
এম চোখ ডটকম,গাংনী:
গাংনীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতে ৩১ দফার পক্ষে জনমত গঠনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সন্ধ্যায় গাংনী পৌর শহরের চৌগাছা ৩ নং ওয়ার্ড এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাংনী পৌর বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি ইনসারুল হক ইন্সু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা।
এ সময় বক্তারা বলেন, রাষ্ট্র মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ৩১ দফা ঘোষণা দিয়েছেন। ৩১ দফা ঘোষণা বাংলাদেশের উন্নয়নসহ সকল শ্রেণী পেশার মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বক্তারা আরো বলেন, স্বৈরাচার ও ফ্যাসিট হাসিনা তাঁর ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সংবিধানে অনেক অগণতান্ত্রিক ধারা যুক্ত করেছিলেন। বিএনপি সেই সব অগণতান্ত্রিক ধারা সংবিধান থেকে বাতিল করবে। এবং জনগণের ক্ষমতা জনগণের সরকারের কাছে ফিরিয়ে দেওয়াসহ গণভোটাধিকার প্রতিষ্ঠায় সব ব্যবস্থা গ্রহণ করবে।
এ সময় বক্তারা আরো বলেন, শহিদ জিয়ার আদর্শে গড়া গরিব দুঃখী মেহনতি মানুষের দল বিএনপি, এই বিএনপিকে কুলুষিত করার জন্য কিছু অনুপ্রবেশকারী দলে প্রবেশ করার চেষ্টা করছে। সে সকল অনুপ্রবেশকারীদের কঠোরভাবে দমন করার জন্য বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারা।
কর্মীসভায় ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিঠুন আহাম্মেদের সঞ্চালনায় বিএনপি নেতা মোঃ আব্দুল্লাহ, মহিবুল ইসলাম, কলিমউদ্দিন, আশরাফুজ্জামানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।