মেহেরপুরের গাংনীতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ
এম চোখ ডটকম, গাংনী :
৭ই নভেম্বর পালন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সমাবেশ থেকে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতাদের বিচারের দাবিতে নানা দাবী উত্থাপন করা হয়।
মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তৃতা করেন।
রোববার বিকেলে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথমে নেতাকর্মীরা জড়ো হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গাংনী উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপরে গাংনী বাসস্ট্যান্ডে সমাবেশের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, গাংনী পৌর বিএনপি’র সহসভাপতি আব্দুল্লাহিল মারুফ পলাশ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তৃতা করেন।