গাংনীতে বিএনপি নেত্রী খালেদা জিয়ার জন্মদিন পালন
এম চোখ ডট কম, গাংনী :
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে গাংনীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভবানিপুর গ্রাম বিএনপির উদ্যোগে শুক্রবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভবানীপুর গ্রাম বিএনপির সভাপতি জারজিস হোসেন। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কাজিপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মতিউর রহমান মোল্লা ও গাংনী পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ সলিরি আলভী।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের মানসকন্যা ও আপোষহীন নেত্রী আখ্যায়িত করে বলেন, তিনি দেশ ও জণগনের জন্য দীর্ঘ সময় কারাভোগ করছেন। তার শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন অনুষ্ঠানের বক্তারা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন ও সাবেক সহ সভাপতি শান্ত আহম্মেদ বিশ্বাস। দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।