এম চোখ ডটকম: গাংনীর বামন্দী বাজারের নাসিম ফল ভা-ারের সামনে থেকে একটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় বামন্দী ক্যাম্প পুলিশের একটি টীম বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে চুবিয়ে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করে। বোমা সাদৃশ্য বস্তুটির গায়ে লেখা রয়েছে “কিশোর গ্যাং”। সাথে একটি চাঁদার দাবী সংবলিত চিরকুট।
বামন্দী বাজারে বিভিন্ন দোকানে স্থাপিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে রাত ১২টা ৫০ মিনিটে নীল রংয়ের পোশাক ও মাফলার পরিহিত এক ব্যক্তি বোমা সাদৃশ্য বস্তুটি রেখেছে। ব্যবসায়িদের ধারণা, বাজারে আতংক ছড়ানোর জন্য এটি রাখা হতে পারে।
বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ ইসরাফিল হোসেন জানান, সকালে ফলের দোকানী নাসিম দোকান খোলার সময় বোমা সাদৃশ্য বস্তুটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে সেটি উদ্ধার করে পানিতে চুবিয়ে রাখা হয়েছে। সেই সাথে চিরকুটটি জব্দ করা হয়। তিনি আরো জানান, কোন চাঁদাবাজকে চাঁদা নিতে দেয়া যাবেনা এবং যে কোন মুল্যে প্রতিহত করা হবে।
গাংনীতে বোমা সাদৃশ্য বস্তুর গায়ে লেখা কিশোর গ্যাং
249