249
গাংনীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
গাংনীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোবার (২৮ মে) বিকেলে গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-০২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামিম, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মুন্তাজ আলীসহ বিভিন্ন সরকারি কর্মকতা-কর্মাচারী, শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।