এম চোখ ডটকম, গাংনী : নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, রশিদ ব্যবহার না করা ও মেয়দত্তীর্ণ পণ্য রাখার দায়ে দুই দোকানীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে মেহেরপুরের গাংনী বাজারে অভিযান চালিয়ে গাংনী সুইটস ও এপিএফ পোল্ট্রি খামার নামে দুই টি প্রতিষ্ঠান থেকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মেহেরপুর ভোক্তা অধিকারণ সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ জানান, মেসার্স গাংনী সুইটসে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় সেখানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির প্রমাণ পায় দলটি।
এছাড়াও মিষ্টির মুল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, মোড়কীকরণ বিধি যথাযথভাবে না মানার প্রমান পায় দলটি। প্রতিষ্ঠানটির মালিক টিপু সুলতানের কাছ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে মেসার্স এপিএফ পোল্ট্রি খামারে ডিম বিক্রয়ের রশিদ না থাকার দায়ে ৪৫ ধারা মোতাবেক ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে তাদের শতর্ক করে ভ্রাম্যমান অভিযানের দলটি।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর-চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহম্মেদ। উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মশিউর রহমান, বাজার কমটিরি সভাপতি সালউদ্দীন শাওন ও জেলা পুলিশের একটি দল।