83
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক অবহিতকরণ সেমিনার
এম চোখ ডটকম,গাংনী: গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ জুন) মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক।
বিশেষ অতিথি ছিলেন, গাংনী উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান ফারুক হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী।
অনুষ্ঠানে বিভিন্ন ইউপি চেয়ারম্যান, গাংনী বাজার কমিটির সদস্য, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।